1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চুয়াডাঙ্গায় মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

সোহেল রানা ডালিম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২১, ০৭:০৪ পিএম চুয়াডাঙ্গায় মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ
ছবিঃ আগামী নিউজ

চুয়াডাঙ্গাঃ জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫ টার দিকে সরকারি কলেজের সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহীদ হাসান চত্বরের সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।
 
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, আওয়ামীলীগ নেতা এ্যাড.শফিকুল ইসলাম শফি, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ওবাইদুর রহমান চৌধুরীর জিপু, জেলা কৃষক লীগের সভাপতি ও মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফসহ চুয়াডাঙ্গা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
 
প্রসঙ্গত, গত ২৪ মার্চ চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে বালি উত্তোলনকে কেন্দ্র করে জাহাঙ্গীর নামে স্থানীয় এক আওয়ামীলীগ কর্মীর উপর হামলা চালায়। পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। পরে ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে মৃত জাহাঙ্গীর এর পিতা রনজিত মল্লিক বাদী হয়ে জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়াদ্দারকে প্রধান আসমি করে মোট ১১জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner