1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

জয়পুরহাটের বাজারে তরমুজ, দাম নাগালের বাহিরে

জয়পুরহাট সংবাদদাতা প্রকাশিত: মার্চ ২৭, ২০২১, ০৫:১৬ পিএম জয়পুরহাটের বাজারে তরমুজ, দাম নাগালের বাহিরে
ছবি: আগামী নিউজ

জয়পুরহাট: জেলার হাট ও বাজাগুলোতে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন মৌসুমী ফল তরমুজ। দোকানগুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন আকারের এসব তরমুজ। মৌসুমী নতুন এই ফলের  দাম বেশি হলেও বিত্তবানরা কিনছেন সাচ্ছন্দ্যে। তবে দাম বেশি হওয়ায় ইচ্ছে থাকলেও কিনতে পারছেন না নিম্ন আয়ের মানুষরা।

জয়পুরহাটের নতুনহাট, বৌ-বাজার, রেল গুমটি, পূর্ব বাজার, মাছুয়া বাজার ছাড়াও বিভিন্ন ফলের দোকানে মৌসুমী এই ফল তরমুজের দোকান সাজিয়ে বসেছেন বিক্রেতারা। প্রথম দিকে প্রতি কেজি তরমুজ ১৫০/- টাকা দর হলেও বর্তমানে তা কমে ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তরমুজ কিনতে আসা ব্যবসায়ী সোহেল রানা বলেন, কয়েকদিন ধরে বাজারে মৌসুমী নতুন ফল তরমুজ উঠেছে। তাই ছেলে-মেয়ে ও পরিবারের সদস্যদের মৌসুমী নতুন ফলে স্বাদ গ্রহণে তরমুজ কিনছি। দাম যাই হোক মৌসুমী নতুন ফলে স্বাদ নেওয়াটাই বড় বিষয়।

বাজারে সবজি বিক্রেতা রানা হোসেন বলেন, বাজারে নতুন ফল উঠলে সবার মন চায় তা খেতে। তবে ইচ্ছে থাকলে কি আর হবে? আমাদের আয় বুঝে ব্যয় করতে হবে। সারাদিন সবজি বিক্রি করে ২-৩শ টাকা আয় হয়। তা দিয়ে কোনমত সংসার চালাতে হয়। কিন্তু একটি তরমুজ কিনতে দুই থেকে আড়াইশ টাকা লাগবে। তাই তরমুজ কিনে
খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। 

ভ্যানচালক মকবুল বলেন, বাজারে তরমুজ দেখে ছেলে-মেয়েরা বায়না ধরেছে তরমুজ খেতে। কিন্তু চোখের সামনে নতুন ফল দেখেও দাম বেশি হওয়ায় কিনতে পারছি না। 

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner