1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মাগুরায় হিন্দু বাড়িতে মুসলিম হওয়ার চিঠি: রিমান্ড ৪ জনের

মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২১, ০৬:১৩ পিএম মাগুরায় হিন্দু বাড়িতে মুসলিম হওয়ার চিঠি: রিমান্ড ৪ জনের
ফাইল ফটো

মাগুরাঃ জেলার শ্রীপুরে মালাইনগর ও চরগোয়ালদাহ গ্রামে ১৯ মার্চ রাতে ৫০ হিন্দু ধর্মালম্বীদের বাড়িতে ইসলাম ধর্ম গ্রহণের আহবান জানিয়ে চিঠি দেয়ার ঘটনায় মামলায় গ্রেপ্তার ৪ আসামীর পুলিশ হেফাজতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার খলিফার আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন মাগুরার সিনিয়র জুডিশিয়াল ২য় আদালতের ম্যাজিষ্ট্রেট মাহবুবা শারমীন।

গত ১৯ মার্চ শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার চর গোয়ালদাহ ও মালাইনগর এলাকায় মুসলিম জামাত পরিচয়ে অসিত কুমার গোস্বামীসহ ৫০ থেকে ৬০টি হিন্দু বাড়িতে ইসলামী দাওয়াতপত্র বিতরণ করে। ৭টি দলে বিভক্ত হয়ে মোটর সাইকেলযোগে এসব দাওয়াতপত্র বিতরণ করে আসামীরা। দাওয়াতপত্রে কোরআনের বিভিন্ন সূরা উল্লেখ করে ইসলাম ধর্ম গ্রহনের দাওয়াত দেওয়া হয়।

যা উক্ত এলাকার ভুক্তভোগীদের মধ্যে ধর্মীয় অনুভতিতে আঘাত হানে। ঘটনার পর চর গোয়ালদহ গ্রামের অজিত মন্ডলের ছেলে অসিত মন্ডল বাদী হয়ে ২১ জনকে আসামী করে শ্রীপুর থানায় মামলা করেন। পুলিশ ঘটনায় জড়িতদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে শ্রীপুর উপজেলার চৌগাছী গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে ইউসুফ বিশ্বাস (৩৪), চরমহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে কোরবান আলী (৩৬), দারিয়াপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হারেজ (৪৮) ও কচুয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মোস্তাকিম বিল্লাহ (২৮)।

আদালত দুই দিনের রিমান্ড শেষে আগামী ২৮ মার্চ আসামীদেরকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner