1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ফরিদপুরে ইজিবাইক চালককে পুড়িয়ে হত্যা

সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৩, ২০২১, ০৪:০৩ পিএম ফরিদপুরে ইজিবাইক চালককে পুড়িয়ে হত্যা
ফাইল ফটো
ফরিদপুরঃ বাবুল হোসেন (৩৩) নামের এক ইজিবাইক চালককে নৃসংশভাবে পুড়িয়ে হত্যা করে তার ইজিবাইকটি নিয়ে গেছে দুবৃর্ত্তরা।
 
মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের খালাসী দূর্গাপুরের তারাইল-গোয়ালন্দ সড়কের ঢাল থেকে দেলোয়ারের পোড়া লাশটি উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে। নিহত বাবুলের বাড়ী গোপালগঞ্জ জেলার দিগনগর থানার বর্নি ইউনিয়নে। তার পিতার নাম এসকেন মোল্যা।
 
নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন আগামী নিউজকে জানান, গত রবিবার গোপালগঞ্জ থেকে ফরিদপুরে আসার জন্য তার ভাইয়ের ইজিবাইক রিজার্ভ ভাড়া করে কয়েকজন। এরপর থেকেই তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে বাড়ী না ফেরার পরদিন গোপালগঞ্জ থানায় একটি জিডি করা হয়। গোপালগঞ্জের থানা পুলিশ বাবুলের ফোনটি ট্র্যাকিং করে লোকেশন দেখতে পায় ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে। মঙ্গলবার সকালে স্থানীয়রা আগুনে পুড়ে যাওয়া একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। 
 
ফরিদপুর কোতয়ালী থানার এসআই কবিরুল আনোয়ার আগামী নিউজকে জানান, বাবুলের নতুন ইজিবাইকটি ছিনিয়ে নিতেই তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner