1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাজবাড়ী‌তে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে পুলিশ

চঞ্চল সরদার,রাজবাড়ী প্রতি‌নি‌ধি প্রকাশিত: মার্চ ২১, ২০২১, ০৮:৩১ পিএম রাজবাড়ী‌তে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে পুলিশ
ছবি: আগামী নিউজ

রাজবাড়ী:  ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগান‌কে সামনে রেখে রাজবাড়ী‌তে স্বাস্থ‌্যবি‌ধি নিশ্চিত কর‌তে মা‌ঠে নে‌মে‌ছে পু‌লিশ।

রোববার (২১শে মার্চ) বেলা ১১টার দি‌কে রাজবাড়ীর বড়পু‌লে জেলা পু‌লিশ স্বাস্থ‌্য বি‌ধি নি‌শ্চিত কর‌তে জনসাধার‌ণের মা‌ঝে মাস্ক , হ‌্যান্ড স‌্যা‌নিটাইজার ও ফেস‌সিল্ড বিতরণ করে‌ছে।

এ সময় রাজবাড়ী-১ আস‌নের সংসদ সদস‌্য ও সা‌বেক শিক্ষা প্রতিমন্ত্রী  আলহাজ্ব কাজী কেরামত আলী, পু‌লিশ সুপার এম. এম শা‌কিলুজ্জামান, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতুসহর প্রমুখ বক্তব‌্য রা‌খেন।

সংসদ সদস‌্য আলহাজ্ব কাজী কেরামত আলী ব‌লেন, সারা দে‌শে যেভা‌বে ক‌রোনা বাড়‌ছে আমরা য‌দি স‌চেতন না হই তাহ‌লে ক‌রোনা আ‌রো বৃ‌দ্ধি পা‌বে। আমা‌দের ক‌রোনা ভাইরাস থে‌কে বাঁচার জন‌্য সকল স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে চল‌তে হ‌বে। পু‌লি‌শের পাশাপা‌শি আমরাও মাঠে নাম‌বো মানুষ‌কে স‌চেতন কর‌তে। আমরা যার যার জায়গা থে‌কে য‌দি স‌চেতন হই তাহ‌লে আমরা কিন্তু ক‌রোনা থে‌কে মুক্ত থাক‌বো।

পু‌লিশ সুপার এম.এম শা‌কিলুজ্জামান ব‌লেন, সারা দে‌শে আবা‌রো ক‌রোনা ভাইরা‌সের প্রার্দুভাব হওয়ায় বাংলা‌দেশ পু‌লি‌শের মাননীয় আই‌জিপি মহাদ‌য়ের নির্দেশনায় ক‌্যাম্পেইন শুরু হ‌য়ে‌ছ। আগামী দিনগু‌লো‌তে সরকা‌রের স্বাস্থ‌্যবি‌ধি মানার যে নি‌র্দেশনা দেওয়া আ‌ছে স্বাস্থ‌্য বি‌ধি সর্ম্পকে জনসাধারণ‌কে উদ্বুদ্ধ কর‌ণ সেটা আমরা চা‌লি‌য়ে যা‌বো। আমরা সক‌লে মি‌লে য‌দি স্বাস্থ‌্য বি‌ধি মে‌নে চ‌লি তাহ‌লে ক‌রোনা থে‌কে আমরা নি‌জে‌দের‌কে বাঁচা‌তে পা‌র‌বো।

রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু ব‌লেন, ক‌রোনার ম‌ধ্যে আমরা সবাই স্বাস্থ‌্য বি‌ধি মে‌নে চল‌বো। তাহ‌লে ক‌রোনা থে‌কে আমরা রক্ষা পা‌বো।

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সালাহউ‌দ্দিন, গো‌য়েন্দা সংস্থা এনএসআইর উপপ‌রিচালক শরীফুল ইসলাম,সদর থানার ও‌সি স্বপন কুমার মজুমদার,রাজবাড়ী প্রেসক্লা‌বের সভাপ‌তি ‌ এ‌্যাড. খান মোঃ জ‌হুরুল হকসহ পু‌লি‌শের ‌বি‌ভিন্ন ইউ‌নি‌টের কর্মকর্তাগণ ও রাজ‌নৈ‌তিক নেতাকর্মীরা।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner