মাগুরা: ‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে করোনার ২য় ধাপের সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে মাগুরা জেলা পুলিশ। এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণা চালানো হয়।
রবিবার (২১ মার্চ) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম এ কর্মসুচির উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারিক আল মেহেদী, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিনসহ পুলিশের উর্ধ্বতণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা পুলিশের পক্ষ হতে শহরের ঢাকা রোড, ভায়নামোড়, কলেজ রোডসহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণসহ জনসচেতনতামুলক প্রচার প্রচারণা চালানো হয়।
আগামীনিউজ/মালেক