1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আড়াইহাজারে ৭১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২০, ২০২১, ০৬:১৮ পিএম আড়াইহাজারে ৭১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ছবি: আগামী নিউজ

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে র‌্যাব-১১ অভিযান চালিয়ে ৭১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

র‌্যাব ১১ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ মার্চ) দুপুর  দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেড়িঘাট এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেখানে বিআরটিসি বাস স্ট্যান্ডে হলুদ নীল রংয়ের একটি মিটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-৩২৮১) কে থামায় র‌্যাব ১১এ একটি টিম।

ট্রাকে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় সন্দেহ হয়। উক্ত ২ জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে তাদের গাড়িতে গাঁজা আছে। পরে তাদের দেখানো মতে ট্রাকের ভিতরে প্লাষ্টিকের ক্যারেটে ঢাকা অবস্থায় ৬টি প্লাষ্টিকের বস্তায় খাকি রংয়ের কষ্টটেপে মোড়ানো ৩৫টি ব্যান্ডেল উদ্ধার করা হয়। পরে তা খুলে ওজন করে দেখা যায় ৭১ কেজি গাঁজা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কুতুবা এলাকার ইসমাইলের ছেলে নূরে আলম (৪০) ও নাসির এর ছেলে আলাউদ্দিন (৫০)।

র‌্যাব ১১ এর ডিএডি পুলিশ পরিদর্শক কামরুল আলম জানান, মাদক বহনকারীরা এ গাঁজা নারায়ণগঞ্জের ও ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রির জন্য বহন করছিল।

এ ব্যাপারে র‌্যাব- ১১ এর ডিএডি কামরুল আলম বাদী হয়ে শনিবার (২০ মার্চ) আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা দায়ের করেছন।  

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner