ঢাকা: জেলার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের ভাঙাভিটা গ্রামে আগুন লেগে চার পরিবারের ৬টি ঘর পুড়ে গেছে। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিমুল মণ্ডলের বসত ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুনের লেলিহান শিখা পাশের চিত্ত মণ্ডল, রামপ্রসাদ মণ্ডল, চরণ মণ্ডলের বসত ঘরসহ আশপাশের গোয়ালঘর ও বসত ঘরে ছড়িয়ে পড়ে। এতে চার পরিবারের ৬টি ঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এ বিষয়ে বিদ্যুৎ অফিস ও উপজেলা প্রশাসনকে জানানো হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু দুর্ঘটনা অবহিত হয়েছেন জানিয়ে বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্মকর্তাকে এ বিষয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে।
আগামীনিউজ/মালেক