1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চাঁপাইনবাবগঞ্জে পাউবো’র হয়রানির প্রতিবাদে মানববন্ধন

জহুরুল ইসলাম জহির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৮, ২০২১, ০১:৩৬ পিএম চাঁপাইনবাবগঞ্জে পাউবো’র হয়রানির প্রতিবাদে মানববন্ধন
ছবিঃ আগামী নিউজ
চাঁপাইনবাবগঞ্জঃ বৈধ্য সম্পত্তি, বাড়ি ও স্থাপনা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের হায়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া-গোহালবাড়ি এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য হাম্মাদ আল রাজীন, স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম, শেখা বেগম, সেলিনা বেগমসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মহানন্দা নদীর পাশ দিয়ে গড়ে উঠা ক্রয়সূত্রে গ্রামের প্রায় ৫০-৬০ টি পরিবারের বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে ভূমি অফিসে নিয়মিয় খারিজ খাজনা দিয়ে আসছি। কিন্তু হঠাৎ গেল কয়েক বছর থেকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণের কথা বলে নানাভাবে হয়রানি করেছে আসছে। এতে আমরা পরিত্রাণ চাই। প্রকৃত জমির মালিকদের জমি বুঝিয়ে দিবেন সরকার।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহদী হাসান জানান, নোটিশকৃতদের যদি প্রকৃত জমির কাগজ থাকে তাহলে যাচাই-বাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner