1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ময়মনসিংহে পুনাকের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালিত

আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০২১, ০৭:২৩ পিএম ময়মনসিংহে পুনাকের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালিত
ছবি: আগামী নিউজ

ময়মনসিংহ : ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ময়মনিসংহে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে জাতির পিতা বঙ্গরন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্সের চেতনা অম্লানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে অনুষ্ঠানের সুচনা হয়। এর পর বৃক্ষরোপন,শিশু কিশোরের অংশ গ্রহনে কোরআন খতম এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকীর কেক কাটা হয়।

এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন পুনাকের উপদেষ্টা রেঞ্জ ডিআইজির সহধর্ধিনী ফাতেহা পারভীন লুনা।

সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপারের সহধর্মিনী পুনাকের সভানেত্রী মিসেস কানিজ আহমার। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনালোকে ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ীতা শিল্পী।

আলোচনা সভা শেষে কোরআনের হাফেজ এতিম শিশু কিশোরদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। 

শিশুদের খাবার পরিবেশন করেন পুনাকের উপদেষ্টা রেঞ্জ ডিআইজির সহধর্ধিনী ফাতেহা পারভীন লুনাসহ জেলা পুলিশ সুপারের সহধর্মিনী পুনাকের সভানেত্রী মিসেস কানিজ আহমার, পুনাক সদস্য ফাহমিদা সুলতানা, তাহমিনা আফরোজ, ফারহানা ইসলাম, ইসরাত তানজিয়া, ডাঃ শারমীন সুলতানা, অতিঃ পুলিশ সুপার ফাল্গুনী নন্দি, পুলিশ পরিদর্শক বিপ্লব কুমারের সহধর্মিনী অলি বনিক প্রমুখ।

আগামীনিউজ/মালেক
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner