নরসিংদীঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ যথাযোগ্য মার্যাদার সাথে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত জয়বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার এনামুল হক সাগর, নরসিংদী জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, এবং বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা পুস্পস্তবক অর্পণ করেন।
পরে শিশুদের নিয়ে জেলা প্রশাসক কেক কাটেন এবং উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোকচিত্র প্রদর্শনী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও আদর্শ নিয়ে ডকুমেন্টারি, কোরিওগ্রাফি, মঞ্চ নাটক, পথ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
আগামীনিউজ/এএস