1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

লক্ষ টাকার রেইনট্রি গাছ জব্দ করলো পুলিশ

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২১, ০৪:৫১ পিএম লক্ষ টাকার রেইনট্রি গাছ জব্দ করলো পুলিশ
ছবি: আগামী নিউজ

ময়মনসিংহ: জেলার গৌরীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে লক্ষ টাকার রেইনট্রি গাছ জব্দ করেছে।

শনিবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে  ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ উপজেলার বোকাইনগ ইউনিয়নের গড়পাড়া এলাকা থেকে ট্রলি বোঝাই গাছ উদ্ধার করে।  

থানা সূত্রে জানা গেছে, মইলাকান্দা ইউনিয়নের কাউরাট পশ্চীম পাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৭০) এই গাছ গুলো গড়পাড়া গ্রামের মৃত মিছির ফকিরের ছেলে আজিত ফকির (৫৫),মৃত আঃ আলীর ছেলে ফরিদ উদ্দিন (৭০) ও মৃত ছাবেদ আলীর ছেলে মানান (৪২) এ কাছ থেকে গাছগুলো ক্রয় করেন।  

এ ব্যাপারে  ক্রেতা নাজিম উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন, আঃ আজিত, ফরিদ স্যার আর কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সাইফুল ইসলাম ছিল তখন। তাদের কাছ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে ৬ টি গাছ ক্রয় করি এবং প্রিন্সিপালের হাতে ৫০ হাজার টাকা দেই। তার মাঝে ৫টি গাছ কাটা হয়েছে একটি গাছ বাকি আছে। গাছগুলো মাদ্রাসার কিনা তা আমি জানি না। আমার কাছে গাছ ক্রয়ের কোন কাগজ পত্র নেই।

এ ব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল সাইফুল ইসলামের মুঠোফোনে কথা বললে তিনি বলেন,পরে দেখা করে কথা বলবেন বলে ফোন রেখে দেয়। 

গাছ জব্দের বিষয়ে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, রাত প্রায় সাড়ে ১১টায় এলাকাবাসীর ফোন আসে। পরে এসআই মাইনুল রেজা সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে দুই ট্রলি ভর্তি গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে গাছ  ট্রলি থানায় আটক রয়েছে। গাছের কোন মালিকানা এখনো পাওয়া যায়নি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি শুনেছি, প্রতিষ্টানের গাছ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner