1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মহিমাগঞ্জে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই

মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি   প্রকাশিত: মার্চ ১৪, ২০২১, ০৪:৪২ পিএম মহিমাগঞ্জে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই
ছবি: আগামী নিউজ

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। শনিবার (১৩ মার্চ) দিবাগত মধ্যরাতে বাজারের বড়াইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, রাতে রুবেল নামের এক দোকানীর ইলেক্ট্রিক সামগ্রীর দোকানে আগুন দেখতে পান নৈশপ্রহরী। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে গোবিন্দগঞ্জ ও সোনাতলা থেকে দুটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনে মোহাব্বত আলীর দোকানের কম্পিউটার সহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পাশের দুটি দোকানও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানিয়েছেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মতিউর রহমান  জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মূল দোকান ও পাশের দুটি দোকান মিলে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner