বগুড়া : রেললাইনের সীমানা প্রাচীরে পকেট গেট তৈরী এবং ওভারব্রীজের দাবীতে বগুড়া রেলষ্টেশন এলাকায় ট্রেন থামিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া রেলষ্টেশন এলাকায় সান্তাহার থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন থামিয়ে এই প্রতিবাদ কর্মসুচী পালিত হয়।
এ সময় এলাকাবাসী জানান, সম্প্রতি রেল কর্তৃপক্ষ বগুড়া ষ্টেশন থেকে ১নং রেলগেট পর্যন্ত দুইধারে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। কিন্তু এলাকাবাসীর পারাপারের জন্য কোন ওভারব্রীজ কিংবা পকেট গেট রাখা হয়নি। যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যবসা প্রতিষ্ঠানের শত শত মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কর্মসুচীতে অংশগ্রহণকারীরা জানায়, যদি এলাকাবাসীর সুবিধার্থে অবিলম্বে কোন ব্যবস্থা না নেয়া হয়। তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।