1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শার্শায় জুয়াড়ি ও মাদকসহ গ্রেপ্তার-১১

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১১, ২০২১, ০১:২৭ পিএম শার্শায় জুয়াড়ি ও মাদকসহ গ্রেপ্তার-১১
আগামী নিউজ

যশোরঃ জেলার শার্শার বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে ৪০ বোতল ফেনসিডিল, ৪৭০ গ্রাম গাঁজা ও জুয়া খেলার সময় ১৫৮০ টাকাসহ ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার আটক করে শার্শা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, শার্শা উপজেলার দাউদখালি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ডাবলু হোসেন (৪০), দিনাজপুরের বড় হরিপুর গ্রামের (বর্তমানে শার্শার খাজুরা রুপালী অটো রাইস মিলের শ্রমিক) রমজান আলীর ছেলে রফিক হাসান (২১), যশোরের বাঘারপাড়ার (বর্তমানে বেনাপোলের ভবেরবেড় গ্রামের ভাড়াটিয়া) মৃত ওলিয়ার রহমানের ছেলে রাশেদুল ওরফে রাসেল (২৯), খুলনার দাকোপ উপজেলার গড়খালি পশ্চিমপাড়ার (বর্তমানে বেনাপোলের ভবেরবেড় গ্রামের ভাড়াটিয়া) ছায়েদ ফকিরের ছেলে মামুন ফকির (২৪), শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে জিয়াউর রহমান (৪০), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে সাহেব আলী (২১), আব্দুস সাত্তারের ছেলে মুন্তাজুল (৩০), মৃত মজিবুল হকের ছেলে মমিন (৪৫), লক্ষণপুর গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে জাকির হোসেন (৩০), একই এলাকার মৃত কোরবান আলীর ছেলে নাসিম উদ্দিন (২৫) ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের ফাইজুল ইসলামের ছেলে রনি হোসেন (৩৩)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান আগামী নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার ও মাদক বেচাকেনার সময় ফেনসিডিল, গাঁজা এবং নগদ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এবং জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner