1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বগুড়ায় মাঘী পুর্ণিমা উৎসব অনুষ্ঠিত

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৬:৪০ পিএম বগুড়ায় মাঘী পুর্ণিমা উৎসব অনুষ্ঠিত
আগামী নিউজ

বগুড়াঃ জেলার শেরপুরের ভবানীপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘মাঘী পুর্নিমা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্তরা নানা আচার অনুষ্ঠানাদি পালন করে।

করোনা ভাইরাসের আতংককে উপেক্ষা করে প্রতি বছরের ন্যায় এবারো কয়েক হাজার নারী পুরুষ এই উৎসবে অংশ নেয়।

মা ভবানী মন্দির পরিচালনা ও উন্নয়ন কমিটির নেতা নিমাই ঘোষ আগামী নিউজকে জানান, প্রতি বছরের ন্যায় এবারো মাতৃমন্দিরে পুজা অর্চনা,ভোগরাগ, শাঁখা পুকুরে পুন্য স্নানসহ বাৎসরিক সব আচার অনুষ্ঠানাদি পালিত হয়েছে।

প্রতিবছরে মাঘ মাসে কিংবা ফাল্গুনের প্রথমার্ধে তিথি অনুযায়ী এই মাঘী পুর্নিমা উৎসব অনুষ্ঠিত হয়। এতে হিন্দু বিশ্বাস মতে, সতীর ৫১ পীঠস্থানের অন্যতম মা ভবানী মন্দিরে সনাতন ধর্মীরা আসেন পুন্য লাভের আশায়। প্রতিবছর দেশের বাইরে থেকে পুন্যার্থীরা আসলেও এবার করোনা ভাইরাসের কারণে বিদেশের পুন্যার্থীরা আসেনি।

উৎসব উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো দই-নানা ধরনের মিষ্টি, খেলনা, মাছসহ নানা জিনিসপত্রের পসরা বসে। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner