
হবিগঞ্জঃ জেলার মাধবপুরে স্থানীয় এক সাংবাদিকের পরিবারের উপর হামলা করেছে একদল দূর্বৃত্তরা। আজ রবিবার দুপুরে মাধবপুর উপজেলার শিবজয়নগর গ্রামের এ ঘটনা ঘটে।
জানা যায় উপজেলার শিবজয়নগর গ্রামের মোঃ আব্দুল্লার ছেলে সাংবাদিক মোঃ শামীম মিয়ার সাথে একই গ্রামের মঞ্জব আলীর ছেলে লুৎফুর রহমানের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর প্রেক্ষিতেক আজ রবিবার লুৎফুরের গংরা শামীম মিয়া (২৭) এর বাড়িতে আতর্কিত হামলা চালায় এসময় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে। শামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় তাকে বাঁচাতে তার বাবা, মা ও ভাই এগিয়ে আসলে লূৎফুর রহমানের লোকজন তাদেরকেও কুপিয়ে ক্ষতবিক্ষত করে।
এসময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে সাংবাদিক মোঃ শামীম (২৭), মোঃ আব্দুল্লা (৬০), কুলসুমা বেগম (৫৫) ও ইয়াকুব আলী (২৩)।
আহত সাংবাদিক শামীম বলেন, পূর্ব বিরোধের জের ধরে আজ রবিবার দুপুরে আমার প্রতিপক্ষ লুৎফুর রহমান ও তার লোকজন আমার ও বাড়িতে হামলা চালায় এবং ভাংচুর ও লুটপাট করে এসময় আমি তাদেরকে বাধা দিলে আমার উপর চড়াও হয়ে এলোপাথারি কোপাতে থাকে লুৎফুর রহমান।
এসময় আমাকে বাচাতে আসলে আমার পরিবার এর উপরও হামলা করে। তিনি আরোও জানান চলতি মাসের ২৬ ফেব্রুয়ারী আমার ছোট ভাই ইয়াকুবের বিয়ের দিন তারিখ ধার্য্য করা হয়েছে। ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা লুট করে নিয়ে গেছে।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, সাংবাদিক শামীম এর উপর হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আগামীনিউজ/এএস