চট্টগ্রামঃ দক্ষিণ চট্টগ্রামে চন্দনাইশ থানা পুলিশ দোহাজারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পিকআপের গ্যাসের সিলিন্ডারে বিশেষ কায়দায় রাখা অবস্থায় এক লাখ পিচ ইয়াবা উদ্ধার করেছে।
গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারী) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (পরিদর্শক) আবদুল হালিমের নেতৃত্বে দোহাজারী সিটি সেন্টারের সামনে চেকপোষ্ট বসিয়ে ঢাকা অভিমুখী খালি পিকআপ (নং- ঢাকা মেট্রো- ঠ- ১১- ১১২৪) আটক করে। এসময় তাদের পিছনে থাকা স্টেশন ওয়াগান (নং- ঢাকা মেট্রো- গ- ১৭- ৯২৩৫) এর চালক গাড়ি রেখে পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে পিক-আপের গ্যাস সিলিন্ডার কেটে বিশেষ কায়দায় রাখা অবস্থায় এক লাখ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে একজনকে আটক করে।
আটক পিকআপ চালক পাবনার সাঁথিয়া এলাকার সামশুল হকের ছেলে রবিউল ইসলাম টুটুল (৩৫)। আটককৃত রবিউলের বিরুদ্ধে দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
পরে চন্দনাইশ থানায় এক প্রেস কনফারেন্স অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, আটককৃত আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলায় আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ করে পুরো দক্ষিণ চট্টগ্রামকে মাদকমুক্ত করতে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
আগামীনিউজ/এএস