1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ২

মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১, ০৫:২৩ পিএম মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ২
ছবি: আগামী নিউজ

মাগুরাঃ ১০৫০ পিচ ইয়াবা এবং হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ১১ মামলার আসামী জুয়েল বিশ্বাস (৪৫) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে সদরের কেষ্টপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত জুয়েল বিশ্বাস সদরের বেলনগর গ্রামের আবজাল বিশ্বাসের ছেলে। গ্রেপ্তারকৃত অপর দুই সহযোগী শালিখা উপজেলার আড়পাড়া এলাকার রসুল মোল্যার ছেলে রাজিব মোল্যা (৩২) ও শ্রীপুর মালাইনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আকিদুল ইসলাম (২০)।  

গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্রর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী টিম সদরের কেষ্টপুর মোড়ে হতে ১টি মোটরসাইকেলসহ আসামী রাজিব মোল্যাকে আটক করা হয়।

এসময় দেহ তল্লাশীকালে রাজিবের পরিহিত জিন্স প্যান্টের পকেটের মধ্যে রক্ষিত ১৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়। রাজিবের দেওয়া তথ্যে  পরবর্তিতে সদরের কালিনগর গ্রামের সাতক্ষীরা হাইওয়ে হোটেলের সামনে থেকে জুয়েল বিশ্বাস ও আকিদুল ইসলামকে আটক করে পুলিশ।

এসময় জুয়েলের পরিহিত জিন্স প্যান্টের পকেট হতে ২টি পলিথিনের প্যাকেট থেকে ৮৫০ পিচ এবং আকিদুলের প্যান্টের পকেট থেকে ৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়।
প্রসঙ্গত, আসামী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে মাগুরা সদর ও শ্রীপুর থানায় এবং ফরিদপুর জেলার মধুখালী থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক, দস্যুতাসহ বিভিন্ন অপরাধের সর্বমোট ১১টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক আইন মামলা করা হয়েছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner