1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সোনারগাঁয়ে অতিরিক্ত মদপানে ৩ জনের মৃত্যু

রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২১, ০৫:৫৩ পিএম সোনারগাঁয়ে অতিরিক্ত মদপানে ৩ জনের মৃত্যু
ফাইল ফটো

নারায়ণগঞ্জঃ জেলার সোনারগাঁয়ে অতিরিক্ত ও বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে। তিন জন অসুস্থ্য হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

শুক্রবার রাতে সোনারগাঁও উপজেলার মেঘনা হোলসিম সিমেন্ট কারখানার সামনে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুমের ভাই বাবুর ব্যাক্তিগত অফিসে অতিরিক্ত মদ্যপানে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।

নিহতরা হলেন, সোনারগাঁয় উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু(৩২), মেঘনা কাদিরগঞ্জ এলাকার মোক্তার মিয়ার ছেলে মোহসিন (২৩), জৈনপুর এলাকার সিদ্দিকের ছেলে তোফাজ্জল(৪০)। এ ঘটনায় জিসান, রাহিম, হৃদয় আশংঙ্কা জনক অবস্থায় মেডিকেলে ভর্তি আছে বলে জানান এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁয় উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সেলিম রেজা।

সোনারগাঁয় উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু ও ড্রাইভার তোফাজ্জল সহ মোট তিন জনের মৃত্যু হয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তারা কিভাবে মারা গেছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner