1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গতি’

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১০, ২০২০, ০৬:২৮ পিএম এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গতি’
ছবি সংগৃহীত

ঢাকাঃ ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ‘গতি’। এ বিষয়ে গত সপ্তাহে সতর্ক করেছিল আবহাওয়া অধিদফতর। এটি আগাম সোমবার (১২ অক্টোম্বর) নাগাদ পশ্চিতবঙ্গ উপকূলে আছড়ে পড়বে বাল আশঙ্কা করা হচ্ছে। 
ভারত বার্তা পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয় এবার পুজোর আগেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে ঘুর্ণিঝড় গতি। সোমবার সকালে এটি আরও শক্তিশালী রূপ নিয়ে অন্ধপ্রদেশ উপকূল দিয়ে রাজ্রে প্রবেশ করবে। এ সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার হতে পারে। সঙ্গে প্রবল ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে আরও বরা হয়েছে, আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর-পশ্চিত দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও কিছুটা আঁচ এ রাজ্যে পড়বে বলে মনে করা হচ্ছে।

এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি বঙ্গোপসাগরের একাংশ প্রচণ্ড উত্তাল হতে পারে বলেও জানা গেছে। যার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এর প্রভাব বাংলাদেশের পড়বে বলে আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner