1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নিজের বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হলেন ওসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২০, ০৭:১৬ পিএম নিজের বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হলেন ওসি
ছবি; সংগৃহীত

নেত্রকোনাঃ জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে থানা হেফাজতে নির্যাতনের অভিযোগে আদালতের নির্দেশে নিজের বিরুদ্ধেই মামলা নিতে বাধ্য হলেন কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান।

মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী ও কেন্দুয়া সার্কেল) মো. জামাল উদ্দিন জানান, থানা হেফাজতে নির্যাতনের অভিযোগে গোলাম মোস্তফা বাদী হয়ে কেন্দুয়া আমলি আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ৮ সেপ্টেম্বর কেন্দুয়া থানায় মামলাটি দায়ের হয়।

রাশেদুজ্জামানের বিভিন্ন অপকর্ম ও দুর্নীতির বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন মোস্তফা। এর জেরে ৪ জুন রাতে জুয়া খেলার অভিযোগে মোস্তফাসহ আটজনকে আটক করে থানায় নিয়ে যান ওসি। সেখানে থানা হেফাজতে মোস্তফাকে মারপিটসহ পায়ুপথে মরিচের গুড়া ঢুকিয়ে দেয়া হয়।

পরে মোস্তফাকে আদালতে হাজির করা হলে তিনি জামিনে মুক্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি হন।

করোনাভাইরাস সংক্রমণের কারণে আদালত বন্ধ থাকায় আগে মামলা করতে না পারার কথা আদালতকে জানান তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, তদন্ত কাজ শুরু হয়েছে। নিরপেক্ষ এবং দক্ষতার সাথে তদন্ত সম্পন্ন করা হবে।

আগামীনিউজ/আশা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner