কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চার লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার গভীর রাতে উপজেলার দমদমিয়ার আইয়ুবের জোড়া এলাকার নাফ নদের তীর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, বুধবার রাতে বিজিবির একটি বিশেষ টহলদল দমদমিয়ার আইয়ুবের জোড়া বরাবর নাফ নদের তীরে নিয়মিত টহল দিচ্ছিল।
রাত সাড়ে ১১টার দিকে কয়েকজনকে নৌকায় করে কয়েকটি প্লাস্টিকের বস্তা নিয়ে ওই এলাকা দিয়ে নাফ নদের কিনারায় ভিড়তে দেখে চ্যালেঞ্জ করে বিজিবির সদস্যরা। এসময় চোরাকারবারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে নদীর কিনারায় বস্তাগুলো ফেলে নাফ নদীতে নেমে সাঁতরিয়ে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
তিনি বলেন, পরে টহলদল ওই জায়গায় তল্লাশি চালিয়ে পাঁচটি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাগুলোর ভেতরে চার লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।
আগামীনিউজ/এএস