1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

অবৈধ সিসা কারখানায় অভিযান, আটক ৭

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩১, ২০২০, ১২:২৭ পিএম অবৈধ সিসা কারখানায় অভিযান, আটক ৭
সংগৃহীত

অবৈধ সিসার কারখানায় অভিযান চালিয়েছেন মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত)। অভিযানের সময় মোবাইল কোর্টের বিচারকের নির্দেশে অবৈধ সিসার কারখানা ভেঙে দিয়েছে পুলিশ।

রবিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের পাহাড়ি জঙ্গলের ভিতরে অভিযান চালিয়ে অবৈধ সিসার কারখানা ভেঙে দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত মোশারফ দেওয়ানসহ ৭ জনকে আটকের পর একজনকে এক মাসের কারাদণ্ড ও ৬ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার মোবাইল কোর্টের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মীর্জা মো. জুবায়ের হোসেন জানান, একটি অসাধু চক্র প্রশাসনের নির্দেশ অমান্য করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বনের ভিতরে ব্যাটারি পুড়িয়ে অবৈধ সিসার কারখানা গড়ে তুলে। অবৈধ সিসার কারখানায় দুর্গন্ধে এলাকার পরিবেশ বিষিয়ে উঠেছে।

এলাকাবাসির অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদ পেয়ে রবিবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনার সত্যতা পেয়ে অবৈধ সিসার কারখানা ভেঙে দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত মোশারফ দেওয়ানসহ ৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে মোশারফ দেওয়ানকে এক মাসের কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। অপর ৬ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের এ অভিযান চলমান থাকবে বলে তিনি আরও জানিয়েছেন।

 

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner