1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ব্যাংক থেকে কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২০, ০৫:২৮ পিএম ব্যাংক থেকে কিশোরের লাশ উদ্ধার
ফাইল ছবি

রংপুরঃ জেলার মিঠাপুকুর উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বালুয়া মাসিমপুর শাখার ভিতর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে তার লাশটি উদ্ধার করে পুলিশ। 

থানা সূত্রে জানা গেছে, কলাবর্তী রানী দাস নামের এক ঝাড়ুদার দীর্ঘদিন থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বালুয়া মাসিমপুর শাখায় ঝাড়ুদার হিসেবে কর্মরত আছেন। এরই এক পর্যায়ে সে সন্তান সম্ভাব্য হওয়ায় তার পরিবর্তে তারই ছোট ভাই শক্তি চন্দ্র দাস (১৫) প্রায় ২ মাস ধরে ওই ব্যাংকের কাজে নিয়োজিত ছিল এবং নৈশপ্রহরী আ: জলিলসহ শক্তি চন্দ্র দাস নিয়মিত ব্যাংকে রাত্রী যাপন করতেহন। এমতাবস্থায় ঘটনার দিন বুধবার রাতে নৈশপ্রহরী ব্যবস্থাপককে না বলে বাড়িতে চলে যাওয়ায় ঝাড়ুদার শক্তিচন্দ্র দাস একাই ব্যাংকে যাত্রীযাপনের একপর্যায়ে ব্যাংকের ভিতরে তার মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার সকালে অফিসের কর্মরত অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ব্যাংকে এসে ঝাড়ুদারকে ডাকাডাকির এক পর্যায়ে তার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শক্তি চন্দ্র দাস (১৫) রংপুরের বদরগঞ্জ থানার নন্দনপুর পাটনিপাড়া গ্রামের এ্যালেং চন্দ্র দাসের ছেলে।

ব্যাংক ব্যবস্থাপক মাহানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন নৈশপ্রহরী ও ঝাড়ুদার দীর্ঘদিন থেকে ব্যাংকের ভিতরে রাত্রীযাপন করতেন। ঘটনার দিন বুধবার আমাকে না জানিয়ে তিনি নিজ বাড়িতে চলে যান। নৈশপ্রহরী আ: জলিল ছুটি না নিয়ে চলে যাওয়ায় এবং ওই রাতেই শক্তি চন্দ্র দাসের মৃত্যুর ঘটনায় জনমনে নানা প্রশ্ন দানা বেধেছে।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner