1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাবা-ছেলেসহ বজ্রপাতে ৮ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৯, ২০২০, ১০:৪২ পিএম বাবা-ছেলেসহ বজ্রপাতে ৮ জনের প্রাণহানি
ছবি সংগৃহীত

ঢাকা: বাবা-ছেলেসহ রংপুর বিভাগের চার জেলায় বজ্রপাতে একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রংপুরে চার, গাইবান্ধায় দুই, লালমনিরহাটে এক ও কুড়িগ্রামে এক জন। 

রংপুর: বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে তিনজন এবং বিকেলে আরো একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- নগরীর দর্শনা ভূরারঘাট দূর্গাপুর মহালটারির হাজী মোবারক আলী (৬২), আক্কেলপুর গ্রামের এনামুল হক (৩৫) ও বদরগঞ্জ উপজেলার নাগেরহাটের মোশাররফ হোসেন (৩৮) এবং পীরগাছা উপজেলার ছওলার ইউনিয়নের গাবুড়া গ্রামের জিয়াউর রহমান জিয়া মন্ডল (৩৮)। স্থানীয়রা জানান, কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ওই চারজনের মৃত্যু হয়। 

কুড়িগ্রাম: জেলার ভূরুঙ্গামারীতে পাট কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল আউয়াল (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উত্তর বলদিয়া খোঁচাবাড়ী গ্রামের খয়বর আলীর ছেলে। ওই ঘটনায় নজরুল নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছে।

লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মোতালেব হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৩টায় ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরে এ ঘটনা ঘটে।

গাইবান্ধা: জেলার ফুলছড়ির চর কাবিলপুরে বজ্রপাতে কৃষক শফিকুল ইসলাম (৩০) ও রাকিব হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তারা দু'জন সম্পর্কে বাবা-ছেলে। কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (০৯ জুলাই) রাত পৌনে ৮ টার দিকে কাবিলপুরচরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে স্থানীয় কাবিলপুর বাজার থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন শফি ইসলাম। তিনি বাড়ির সামনে পৌঁছতেই হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

আগামীনিউজ/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner