
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফকরুল ইসলামের (৮২) মৃত্যু হয়েছে। তিনি রাবির ফলিত রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক হিসেবে অবসরে যান। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।
তিনি রাজশাহী নগরীর কাজীহাটা এলাকার বাসিন্দা।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, জ্বর ও শ্বাসকষ্ট থাকায় ড. ফখরুল ইসলামকে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুপুরেই তিনি মারা যান। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা নমুনা পরীক্ষার পরই বলা যাবে। এ জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আপাতত স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।
আগামীনিউজ/জেএফএস