1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ঠাকুরগাঁওয়ে ডাক্তারকে প্রাণনাশের হুমকি:আওয়ামী লীগ নেতার জেল

ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: জুন ২৮, ২০২০, ০৪:২২ পিএম ঠাকুরগাঁওয়ে ডাক্তারকে প্রাণনাশের হুমকি:আওয়ামী লীগ নেতার জেল
সংগৃহীত ছবি

জেলার হরিপুর উপজেলায় এক নারী  ডাক্তারকে প্রাণনাশের হুমকি দেয়ায় আবু হায়দার (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

গতকাল হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে এ ঘটনা ঘটে।পরে এ ঘটনায় হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবু হায়দার কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।দন্ড প্রাপ্ত  হায়দার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির সাংগঠনিক সম্পাদক ও রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:আসাদুজ্জামান বলেন, আবু হায়দার নামে এক ব্যক্তি হাসপাতালের জরুরী বিভাগে এসে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার সোনিয়ার সঙ্গে খারাপ আচরণ করেন এবং তাঁকে বান্দরবন বদলী করার হুমকি প্রদান করেন।

এসময় আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সুরাহা করার চেষ্টা করলে তিনি আমাকেও মারপিট করার হুমকি প্রদান করেন। তার মারমুখি আচরণ দেখে আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম সাহেককে অবহিত করি। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৭দিনের বিনাশ্রম জেল প্রদান করেন। পরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম।

আগামীনিউজ/শামসুল/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner