1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধিঃ প্রকাশিত: জুন ২৩, ২০২০, ০১:৪৫ পিএম বিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক আবুল শাহ্র (৫৫) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত আবুল শাহ্ উপজেলার পিয়ারপুর ইউনিয়নের সলুয়া গ্রামের মৃত চেতন শাহ্র ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে কৃষক আবুল শাহ্ বাড়ির পাশর্^বর্তী মাঠে কাজ করার সময় বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে প্রতিবেশী মইজুদ্দিন শাহ্র সাথে তার কথা কাটকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মইজুদ্দিন শাহ্র হাতে থাকা ধারাল হাসুয়া দিয়ে আবুল শাহ্র পেটে আঘাত করলে তার পেটের নাড়ী-ভুঁড়ি বের হয়ে গুরুতর আহত হয়্। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

দৌলতপুর থানা ওসি এস এম আরিফুর রহমান জানান, পারিবারিক বিরোধ নিয়ে প্রতিপক্ষ প্রতিবেশীর হামলায় আহত কৃষক আবুল শাহ্ মারা যাওয়ার খবর শুনেছি। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে তিনি জানান।

এদিকে ঘটনার পর পরই হামলাকারী মইজুদ্দিন শাহ্সহ বাড়ির লোকজন পালিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হামলাকরী মইজুদ্দিন শাহ্ একই এলাকার রতন শাহ্র ছেলে। 

আগামীনিউজ/জাহিদ/জেএস
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner