1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
অটোচালকের সততায়

ভুল করে ফেলে রাখা ৬১ লাখ টাকা ফিরে পেলেন ব্যবসায়ী

নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০২০, ০১:৪২ পিএম ভুল করে ফেলে রাখা ৬১ লাখ টাকা ফিরে পেলেন ব্যবসায়ী
সংগৃহীত ছবি

রবিবার সকালে চাঁদপুর জেলার বিকাশ কোম্পানির এজেন্ট আলমগীর হোসেন জুয়েল ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন বিকাশ এজেন্টকে দেওয়ার জন্য চাঁদপুরের ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ব্যাংক ও ইউসিবিএল ব্যাংক থেকে ১ কোটি ৮০ লাখ টাকা উত্তোলন করেন।পরে বেলা সাড়ে ১১টার দিকে বিকাশকর্মী মাসুদ হোসেন নামের একজনকে দিয়ে টাকাগুলো একটি অটোরিকশায় করে শহরের জোড়পুকুর পাড় এলাকায় নেওয়ার ব্যবস্থা করেন। এ সময় মাসুদ একটি লাল ব্যাগে থাকা ৬১ লাখ টাকা ভুল করে অটোরিকশাতে রেখেই নেমে পড়েন। পরে জুয়েল ও মাসুদ  ফরিদগঞ্জে কাজে চলে যান।প্রায় আধ ঘণ্টা পরে মাসুদের মনে পড়ে টাকা একটি লাল ব্যাগ অটোরিকশা্তেই ফেলে এসেছেন। দ্রুত তারা ঘটনাস্থলে এসে দেখেন সেই অটোরিকশাটি আর নেই সেখানে। টাকার মালিক ব্যবসায়ী ও তার লোকজন এরপরে হন্যে হয়ে খোঁজা শুরু করেন সেই টাকার ব্যাগ ও অটোরিকশা চালককে। তাদের সঙ্গে যুক্ত হয় থানা ও গোয়েন্দা শাখার পুলিশ। পুরো শহর চষে বেড়ানো হয় সেই লাল ব্যাগের সন্ধানে।

পরবর্তীতে একটি ফোন কলের মাধ্যমে অবসান হলো এই উত্তেজনাময় সময়। পুলিশ গিয়ে পুরো ৬১ লাখ টাকাসহ উদ্ধার করলো সেই কাঙ্খিত লাল ব্যাগ। এর মধ্যদিয়ে অতিবাহিত হয়ে গেল দীর্ঘ ৭ ঘণ্টা সময়। সঠিক স্থানে টাকা ফিরিয়ে দিতে পেরে স্বস্তি ফিরে পেল সেই অটোচালক যুবক। হারানো টাকা ফিরে পেয়ে প্রাণ ফিরে পেলেন মালিক সেই ব্যবসায়ী।

এমনই এক বাস্তব ঘটনা ঘটেছে চাঁদপুর শহরে। 

মডেল থানার ওসি নাসিম উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা কাজে নেমে পড়ি। একই সাথে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি টিম অটো চালককে খুঁজতে শুরু করি। পরবর্তীতে একটি ফোন আসে আমার কাছে। ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে টাকার ব্যাগটি উদ্ধার করে নিয়ে আসি। থানায় এসে টাকা গুনে পুরো ৬১ লাখ টাকাই পাওয়া যায় ব্যাগে। পরবর্তীতে টাকা মালিক ব্যবসায় আলমগীর হোসেন জুয়েলের হাতে তুলে দেওয়া হয়। তিনি আরও বলেন, মূলত অটোচালক ওই যুবকের সততার কারণেই এতো অল্প সময়ে টাকাগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই তার বন্ধুর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে টাকার সন্ধান দিয়েছে। তার এই সততায় আমরা মুগ্ধ। এই ঘটনায় পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান স্যার অটোচালক যুবককে খুশি হয়ে ৫ হাজার টাকা পুরস্কার দিয়েছেন।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, অটো চালক সজিব এতোগুলো টাকা হাতের কাছে পেয়েও মেরে দেওয়ার চিন্তা মাথায় আনেনি। এই যুবকের সততা আর নিষ্ঠায় আমরা বিমুগ্ধ। এই ঘটনায় এটাই প্রমাণ করে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। আর এই ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এতো সুন্দর। সজিবদের মতো সৎ মানুষদের হাত ধরেই এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ।

আগামীনিউজ/জেএস 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner