1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কুড়িগ্রামে বিজিবি’র গোয়েন্দা অফিসার পরিচয়ে কৃষকের সাথে প্রতারণা

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুন ১৯, ২০২০, ০৪:১৭ পিএম কুড়িগ্রামে বিজিবি’র গোয়েন্দা অফিসার পরিচয়ে কৃষকের সাথে প্রতারণা
ফাইল ছবি

কুড়িগ্রামের চিলমারীতে বিজিবি’র গোয়েন্দা পরিচয়ে কাওছার আলী (৫২) নামে এক কৃষকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহষ্পতিবার উপজেলার বজরা তবকপুর আমধন্নি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে কাওছার আলী বাড়ীর পাশে খেতে ঘাস কাঁটতেছিলেন। এ সময় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিজেকে বিজিবি’র গোয়েন্দা অফিসার পরিচয় দিয়ে জানতে চান তাদের এলাকায় দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে কারা ঘর পেয়েছেন। পরে কৃষক কাওছার আলী ওই এলাকার বকফুল বেগমের বাড়ীতে নিয়ে যান। প্রতারক শহিদুল ইসলাম কৌশলে কৃষক কাওছার আলীকে জানান, সরকার দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ঘরের মালিককে গরু পালনের জন্য গরু কেনা বাবদ চল্লিশ হাজার টাকা প্রদান করবে। কিন্তু বকফুল বেগম গরু পালনের জন্য যোগ্য নন বলে প্রতারক শহিদুল ইসলাম কৃষকের কাছে ৫ হাজার টাকা উৎকোচের বিনিময়ে গরু পালনের জন্য চল্লিশ হাজার টাকা পাইয়ে দেয়ার কথা জানান। এ সময় কৃষকের বৃদ্ধ মাকে দেখে তাকেও বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার প্রতিশ্রুতি দিলে কৃষক কাওছার আলী ধারদেনা করে প্রতারক অফিসারের হাতে ৫ হাজার টাকা তুলে দেন।  

বিজিবি’র ওই প্রতারক তার বাড়ী থানাহাট এক্সচেঞ্জ অফিসের পার্শ্বে ও তার ব্যবহৃত নাম্বারটি ০১৩০১১০৮৯০১ দিলেও সেখানে ওই নামে কাউকে এমনকি তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামীনিউজ/জাহিদ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner