1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

লকডাউনে থমকে গেছে কুয়াকাটার ফটোগ্রাফারদের রোজগার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  প্রকাশিত: এপ্রিল ২২, ২০২০, ০৯:৩১ পিএম লকডাউনে থমকে গেছে কুয়াকাটার ফটোগ্রাফারদের রোজগার
ছবি: সংগ্রহীত

করোনাভাইরাসের প্রার্দুভাবে বন্ধ হয়ে গেছে কুয়াকাটায় শতাধিক ফটোগ্রাফারদের আয়-রোজগার। এসব ফটোগ্রাফারদের পাশে এখন পর্যন্ত সহেযোগিতার হাত বাড়ায়নি কোনো পক্ষই। এরফলে খেয়ে না খেয়ে অমানাবিক জীবন যাপন করছে এসব ফটোগ্রাফারদের পরিবারের সদস্যরা। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটায় প্রায় একশ’ ৩০ জন ফটোগ্রাফার রয়েছে। এসব ফটোগ্রাফাররা পর্যটন ব্যবসার উপর নির্ভরশীল। করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে গত ১৮ মার্চ কুয়াকাটায় পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা জারির পর কর্মহীন হয়ে পড়েছে এসব ফটোগ্রাফাররা। এরফলে বন্ধ হয়ে গেছে এসব ফটোগ্রাফারদের আয়-বানিজ্য-রোজগার। দীর্ঘদিন করোনাভাইরাসের প্রকোপ চলমান থাকা সত্ত্বেও এখন পর্যন্ত এসব ফটোগ্রাফারদের খবর নেয়নি কেউ। সহযোগিতার হাত বাড়ায়নি কোন সংস্থা। অনেক ফটোগ্রাফার আছে যারা অন্য উপজেলা থেকে এখানে এসে ছবি তোলার কাজ জীবিকা নির্বাহ করছেন। বিশেষ করে তারা পড়েছেন চরম খাদ্য সংকটে। এছাড়া স্থানীয় ফটোগ্রাফাররা বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এসব ফটোগ্রাফারদের মানবিক সহায়তায় সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন এমটাই আশা করেছেন পর্যটন সংশ্লিষ্টরা। 
 
কুয়াকাটা ফটোগ্রাফার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তৈয়ব জানান, বিশেষ করে অন্য শহর/এলাকা  থেকে ছবি তোলার কাজ করতে আসা অনেক ফটোগ্রাফাররা এখন খাদ্য সংকটে ভুগছে। তারা পারছে না কারো কাছে যেতে, সহযোগিতার জন্য হাত পাততেও পারছে না।  

কুয়াকাটা পৌরমেয়র আ: বারেক মোল্লা জানান, পৌর শহরের সবারই তালিকা তৈরী করা হচ্ছে। সবাই পর্যায়ক্রমে সহযোগিতা পাবে বলে আশা করেন তিনি। 

আগামী নিউজ/ রাসেল/ তামিম
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner