1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

 নারায়ণগঞ্জে দুইটি নমুনা সংগ্রহের সেন্টার প্রস্তুত

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২০, ০৬:১১ পিএম  নারায়ণগঞ্জে দুইটি নমুনা সংগ্রহের সেন্টার প্রস্তুত

নারায়ণগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতি আশংকাজনক ভাবে বাড়ছে। এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জন মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০৮জন।

করোনা আক্রান্তের চিকিৎসা হচ্ছে না। নগরীর খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালটি পাঁচ দিনেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তত না হওয়ায় সেবা দেয়া সম্ভব হচ্ছে না। তবে নারায়নগঞ্জ হাই স্কুল ও সিদ্ধিরগঞ্জে এম ডব্লিউ স্কুল এন্ড কলেজে করোনা ভাইরাস নমুনা সংগ্রহের জন্য আলাদা দুটি সেন্টার প্রস্তুত করা হয়েছে সোমবার সকাল থেকে।

করোনা ভাইরাস নমুনা সংগ্রহের জন্য একটি সেন্টার করা হয়েছে। অপরদিকে সিদ্ধিরগঞ্জে আরো একটি করোনা ভাইরাস নমুনা সংগ্রহের সেন্টার করা হয়েছে। ব্যাংক ও বাজার গুলোতে ভিড় দেখা গেছে।

এদিকে লকডাউন কার্যকর করতে এবং নারায়নগঞ্জ থেকে যাতে অন্য কোন জেলায় মানুষ যেতে না পারে সেজন্য  সেনা বাহিনী, র‌্যাব ও পুলিশ কঠোর অবস্থানে থাকলেও আগন্তদের ঠেকাতে পারছে না। এ পর্যন্ত শতাধিক ব্যাক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছে। নৌ পথ সহ বিভিন্ন স্থানে অতিরিক্ত চেক পোষ্ট বসিয়েছেন। শহরে জনসমাগম অন্যন্য দিনের তুলনায় আজকে বেশী ছিল। কোথাও সামাজিক দুরত্ব বজায় রাখা হচ্ছে না।

আগামী নিউজ/ তাওসিফ 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner