1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

হাতিয়ায় পুলিশ পরিচয়ে দোকান লুট, পিয়নসহ আটক ৩

হাতিয়া প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২০, ০৯:১২ পিএম হাতিয়ায় পুলিশ পরিচয়ে দোকান লুট, পিয়নসহ আটক ৩

পুলিশ পরিচয়ে দোকান লুটের সময় জনতা ২ জনকে ধরে থানায় সোপর্দ করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার তমরদ্দি ইউনিয়নের পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় জনতা ২ জনকে আটক করে, অপর ৩ জন দ্রুত পালিয়ে যায়। 

আটককৃতদের একজন ওছখালী গরু ব্যাপারী নাছিরের ছেলে রাসেল (২২) ও অপরজন তমরদ্দি ৯নং ওয়ার্ডের ছুকু  মেম্বারের ছেলে ওছমান। পরে ঘটনার সাথে জড়িত থানায় আসার পর পুলিশের পিয়ন রাজিব (৩০) কে ও আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তমরদ্দি বোর্ড অফিসের সামনে দুটি হোন্ডা নিয়ে ৫ যুবক পুলিশ পরিচয়ে আকবর ও ফরিদের দোকানের দরজা লাথি মেরে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৩টি মোবাইল ও ক্যাশ বাক্স ভেঙ্গে ২০ হাজার টাকা নিয়ে পাশের আরেকটি দোকান ভাংগতে যায়। এ সময় কথিত পুলিশের ভয়ে দোকানের সামনে আড্ডারত বেশ কয়েক যুবক ভয়ে পালিয়ে বোর্ড অফিসের নিচে আশ্রয় নেয়। বোর্ড অফিসে আগে থেকে অবস্থান করা স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম দোকান ভাঙ্গার দৃশ্য দেখে সাথে সাথে হাতিয়া থানার ওসিকে মোবাইল করে জানতে পারে এ ধরনের কাজে কোন পুলিশকে পাঠানো হয় নি।

প্রতারণা নিশ্চিত হয়ে সাংবাদিক সাইফুলসহ অন্যান্য যুবকরা প্রতারকচক্রকে চ্যালেঞ্জ করলে একটি হোন্ডাসহ ৩ জন পালিয়ে যায় ও ১টি হোন্ডাসহ ২ জনকে আটক করে পুলিশে খবর দেয়।

আটক ২ যুবক অপর হোন্ডায় পালিয়ে যাওয়া একজনের নাম হাতিয়া থানার পিয়ন রাজিব বলে জানায়। অন্য ২ জনের নাম স্বীকার করে নি। এ সময় তমরদ্দি ফাঁড়ি থানার এএসআই রিপন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ২ প্রতারককে থানায় নিয়ে যায়।

এদিকে থানায় আনার পর রাতে অভিযুক্ত দুইজনের সিকারোক্তি মোতাবেক পুলিশের পিয়ন রাজিবকে ও আটক করা হয়।

হাতিয়া থানার ওসি আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনেছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

এদিকে পুলিশের এ ঘটনা শুনার পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম তার অফিসিয়াল ফেইসবুকে জনগণকে পোশাক ছাড়া কেউ পুলিশের পরিচয় দিয়ে অভিযান করলে সাথে সাথে থানায় মোবাইলে যোগাযোগ করার জন্য নির্দেশ দেয়।

আগামী নিউজ/ শামীমুজ্জামান শামীম/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner