1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

যুবকের শরীরে করোনার লক্ষণ, হোম কোয়ারেন্টাইনে ১২ পরিবার

নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২০, ১১:০৪ পিএম যুবকের শরীরে করোনার লক্ষণ, হোম কোয়ারেন্টাইনে ১২ পরিবার

নওগাঁর মহাদেবপুরে বগুড়া থেকে আসা এক যুবকের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়ায়  ১২টি পরিবারকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের দাউল বারবাকপুর গ্রামের সরদার পাড়ায়।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম সরেজমিনে প্রত্যক্ষ করে এই ব্যবস্থা নেন।

জানা গেছে, ওই পাড়ার শরিফুল ইসলামের পুত্র এনজিও কর্মী পারভেজ আক্তার সজল (২৯) বগুড়ার শেরপুরে তার কর্মস্থলে থাকা অবস্থায় গত ২৩ মার্চ সর্দি, জ্বর, গলা ব্যথা এবং কাশি দেখা দেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর সজল গত ২৫ মার্চ অসুস্থ অবস্থায় নিজ গ্রামের বাড়ি আসে। ৭ এপ্রিল পর্যন্ত সজলের শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে নিয়ে তার গ্রাম জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে প্রশাসন জানতে পেরে অসুস্থ্য ব্যাক্তির নমুনা সংগ্রহ করে ও ওই গ্রামের ১২ টি বাড়ির মানুষকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম জানান, পরীক্ষার জন্য অসুস্থ ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইডিসিআর-এ পাঠানো হয়েছে। আগামী ৯ এপ্রিল তার চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান, সজলের শরীরে করোনা ভাইরাসের সংক্রামণ যাচাইয়ের লক্ষে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এবং সজলের পরিবারসহ তার পাড়ার ১২টি বাড়ির লোকজনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান তিনি।


আগামী নিউজ/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner