নারায়ণগঞ্জে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে র্যাব ও সেনাবাহিনী। শনিবার ফতুল্লার এনায়েত নগর, পোষ্টা অফিস, শিবু মার্কেটসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাইকিংসহ সচেতনতা সৃষ্টির কাজ করেন তারা। সদর ইউএনও নাহিদা বারিকের নের্তেৃত্বে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষকে না বের হতে হ্যান্ডমাইকে সাবাইকে আহবান জানায় উপজেলা প্রশাসন। এসময় করোনা ভাইরাসের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি কর্মহীন দু:স্থ মানুষদের খাদ্য সহায়তা প্রদান করেন ইউএনও নাহিদা বারিক।
বিকেল ৩টায় নগরীর চাষাঢ়া এলাকায় সচেতনতা সৃষ্টিতে মহড়া দেয় র্যাব-১১ ব্যাটালিয়ানের একটি দল। নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে মাইকিং, ব্যানার ফেস্টুন লাগিয়ে ও প্রচারপত্র বিলি করে মানুষকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে অনুরোধ জানানো হয়।
র্যাব-১১ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক স্কোয়ার্ডন লীডার রেজাউর রহমান গণমাধ্যমকে জানান, সরকারের নির্দেশনা উপেক্ষা করে বাইরে অবথা ঘোরাঘুরি করলে র্যাব কঠোর হতে বাধ্য হবে। নগরবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানিয়ে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।
অন্যদিকে জেলা প্রশাসক মো: জসীম উদ্দিন দুপুরে তার কার্য্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানান, বন্দর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া নারীর পরিবারের সদস্যরাসহ সংশ্লিষ্ট সবাইকে কোয়ারেন্টাইনের আওতায় রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলায় এ পর্যন্ত ৫১৪ জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এর মধ্যে ৪১৪ জনের শরীরে করোনা উপসর্গ না থাকায় মেয়াদ শেষে তারা ছাড় পেয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১০০জন।
সট: স্কোয়ার্ডন লীডার রেজাউর রহমান: উপ-অধিনায়ক, র্যাব-১১। সট: মো: জসীম উদ্দিন: জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।
এদিকে শনিবার সকাল থেকে ফতুল্লার বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে কিছু কিছু গার্মেন্টস কারখানা খোলা হয়েছে। নারী পুরুষ শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে স্বাভাবিক নিয়মে কাজে যোগদান করতে দেখা গেছে। তবে এখনো অধিকাংশ কারখানাই বন্ধ রয়েছে।
আগামী নিউজ/বোরহান/ তাওসিফ