1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাজবাড়ীতে এসপির মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০, ০৯:১৪ পিএম রাজবাড়ীতে এসপির মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নিষেধাজ্ঞা বাস্তবায়নে জনসাধারণের কাছে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার নিয়ে হাজির হয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম। জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে পাড়া মহল্লার প্রতিটি ঘরে সদস্যদের হাতে করোনা প্রতিরোধক তুলে দেওয়ার লক্ষে তিনি এই প্রদক্ষেপ নেন।

রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শনিবার দুপুরে জেলা শহরের বড়পুল, সজ্জানকান্দা, হরিতলাসহ আশপাশের এলাকায় পুলিশ সুপার নিজেই বাড়ী বাড়ী গিয়ে মানুষের পরিবার গুলোর মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার তুলে দেন। সে সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, ডিবি ওসি ওমর শরীফ ও রাজবাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখর চক্রবর্তীসহ অন্যান্যরা।

সে সময় উপস্থিত ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী আশরাফুল ইসলাম জানান, রাজবাড়ীর পুলিশ সুপারের এ কার্মকান্ডে তারা ও এলাকার বাসিন্দারা খুশি। কারণ এখন অর্থ ব্যয় করলেও বাজারে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না। অথচ করোনা ভাইরাস প্রতিরোধে নিত্যপ্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার ঘরে বসে এবং পুলিশ সুপার নিজে এসে পৌছে দিচ্ছেন তা সত্যিই প্রসংশনীয়।

রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা জরূরী। আর মানুষকে নিরাপদে রাখতে হলে প্রয়োজন হ্যান্ড স্যানিটাইজার। যা বর্তমানে কোন দোকানেই পাওয়া যাচ্ছে না। এমনি একটা গুরুত্বপূর্ণ দ্রব্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই তিনি হ্যান্ড স্যানিটাইজার তৈরীর উদ্যোগ নেন। খুব বেশি ব্যয় না করেই তিনি রাজবাড়ী পুলিশ লাইনে ৫০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার এবং রাজবাড়ী বিসিক-এর একটি কারখানা থেকে ১০ হাজার মাস্ক তৈরী করছেন। যা বিতরণ করছেন। 

আগামী নিউজ/ ঘোষ/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner