1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রিয়া ঘরে ফিরলো সার্জেন্ট সাবিনার সহায়তায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৮, ২০২০, ০৪:০৯ পিএম রিয়া ঘরে ফিরলো সার্জেন্ট সাবিনার সহায়তায়

ঢাকাঃ প্রতিদিনের ন্যায় বুধবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে রাজধানীর রামপুরা ব্রীজের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পূর্ব বিভাগের সার্জেন্ট সাবিনা ইয়াসমীন। হঠাৎই তিনি লক্ষ্য করলেন আনুমানিক ৪ বছরের এক মেয়ে শিশু রাস্তায় এদিক ওদিক ঘোরাফেরা করছে।

তিনি দ্রুত শিশু মেয়েটিকে রাস্তা থেকে সরিয়ে তার নাম–ঠিকানা জিজ্ঞেস করেন। প্রতি উত্তরে শিশুটি তার নাম রিয়া জানায়। এছাড়া অন্য কিছু বলতে পারে না। শিশুটিকে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টায় সার্জেন্ট সাবিনা তাকে রামপুরা ব্রীজ ট্রাফিক বক্সে নিয়ে আসেন।

পরবর্তী সময়ে শিশুটির দেওয়া অসম্পূর্ন তথ্যের ভিত্তিতে অনেক খোঁজাখুজির পর আফতাব নগর রামপুরা এলাকা থেকে ঐদিন পৌনে ১০টার সময় রিয়ার বাবা রুবেল মিয়াকে খুঁজে বের করা হয়।

শিশুটির বাবা রুবেল মিয়া ট্রাফিক পুলিশকে জানান, তার বাসা আফতাব নগর, ইস্টওয়েস্ট ভার্সিটির পেছনে। আজ সকালে তার মেয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়।

নিরাপদে রিয়াকে ফিরে পেয়ে বাবা  রুবেল মিয়া ট্রাফিক পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আগামী নিউজ/সুমন/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner