
ভোলায় করোনা সন্দেহে ইতালিফেরত এক যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রোববার (১৫ মার্চ) রাতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ভোলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান,ওই যুবক ইতালি থেকে গতকাল শনিবার ঢাকায় আসেন এবং রোববার সকালে দৌলতখান তার গ্রামের বাড়ি আসেন। তবে তার নাম ও পরিচয় জনস্বার্থে গোপন রেখেছে ভোলা স্বাস্থ্য বিভাগ।
তিনি আরও জানান, আমরা খবর পেয়ে রোববার রাতে দৌলতখান উপজেলার ইতালিফেরত ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষা করেছি। তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি। কিন্তু সর্তকতামূলক ব্যবস্থার জন্য তার নিজ বাড়িতে রেখে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ নিয়ে ভোলায় গত দুই দিনে তিনজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সবাই ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন।
আগামীনিউজ/তামিম