1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে ১ জনের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ০৫:৩৩ পিএম ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে ১ জনের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনকৃত না হয়ে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে আবু মোহাম্মদ জুবায়ের ইমরান (২৬) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৫ মার্চ) তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (৪ মার্চ) দিনগত রাতে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হাওলাদারের নেতৃত্বে শহরের সোহাগ ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে আটক করে এ কারাদণ্ড ও জরিমানা করা হয়।

অভিযানকালে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল খায়ের রাসেল উপস্থিত ছিলেন। ইমরান বরগুনা জেলার বেতাগীর থানার বেতমোর এলাকার মো. সেকান্দার আলীর ছেলে।

ইউএনও সোহাগ হাওলাদার জানান, বিএমডিসির নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন ইমরান। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে শহরের সোহাগ ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, নিবন্ধনকৃত না হয়ে ডাক্তার পরিচয় বা চিকিৎসাসেবা দেওয়া দণ্ডনীয় অপরাধ।

আগামীনিউজ/নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner