টাঙ্গাইলের মির্জাপুরে নুরুল হক (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। জানা গেছে মাদকাসক্ত ছেলে লাবলু তার কথিত স্ত্রী রোকেয়ার সহযোগিতায় বাবাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রোকেয়াকে রাতেই উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রাম থেকে গ্রেফতার করেছে। তিনি পাকুল্যা গ্রামের রফিক মিয়ার মেয়ে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে মাদকাসক্ত ছেলে লাভলু (৩০) জেল থেকে জামিনে বের হন। লাভলু তার কথিত স্ত্রীকে নিয়ে বাড়িতে গিয়ে জামিনে বের হতে তার ২০ হাজার টাকা খরচ হয়েছে দাবি করে বৃদ্ধ বাবাকে ওই টাকা দিতে চাপ দেন। এক পর্যায়ে লাভলু স্ত্রী রোকেয়ার সহযোগিতায় বাবাকে লাঠি দিয়ে বেদম পেটান এবং শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। রাতেই মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান অভিযান চালিয়ে রোকেয়াকে গ্রেফতার করে।
ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম বলেন, মাদকাসক্ত ছেলে বৃদ্ধ বাবার কাছে ২০ হাজার টাকা দাবি করে। বাবা টাকা দিতে না পারায় স্ত্রীর সহযোগিতায় বাবাকে হত্যা করে সে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, রাতেই রোকেয়াকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। ছেলে লাভলুকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আগামীনিউজ/হাসি