
‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এ স্লোগানে কুড়িগ্রামের চিলমারীতে প্রথম বারের মত জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ এ ডব্লিউ এম রায়হান শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
আগামীনিউজ/মাসুম