1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

৩০ এপ্রিল পর্যন্ত নদীতে মাছ ধরা নিষিদ্ধ

পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১, ২০২০, ০৮:৫১ এএম ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে মাছ ধরা নিষিদ্ধ

পটুয়াখালী : শনিবার মধ্যরাত থেকে পটুয়াখালীর চর রুস্তম থেকে ভোলা জেলার চর ভেদুরিয়া পর্যন্ত তেতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকায় সকল ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। সরকারের এ নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এ দুই মাস আইন অমান্য করলে জেল জরিমানা করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

জানা গেছে, মৎস্য খাতকে সমৃদ্ধ করতে সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মার্চ-এপ্রিল এই দুই মাস তেতুলিয়াসহ দেশের ৬টি নদ-নদীকে অভয়াশ্রম ঘোষণা করে মাছ শিকার বন্ধ রাখা। এর ফলে প্রতি বছর দেশে ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

পটুয়াখালী জেলায় ৬৯ হাজার ৬৬০ জন নিবন্ধিত জেলে রয়েছেন যারা এ নিষেধাজ্ঞার সময় সরকারি সহযোগিতা পাবেন।

এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, নিষেধাজ্ঞার এই সময়ে জেলার তেতুলিয়া পাড়ের শতভাগ জেলেদের জন্য বিশেষ ভিজিএফের মাধ্যমে ৪০ কেজি করে চাল সরবরাহ করবে সরকার। এবার পটুয়াখালী জেলায় ৩৮ হাজার ৪৮৬ জেলেকে চাল দেয়ার জন্য ইতোমধ্যে তালিকা তৈরি করা হয়েছে।

পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, যেসব জেলে আইন অমান্য করে মাছ শিকার করবে তাদের জন্য জেল জরিমানার ব্যবস্থা করা হয়েছে। তেতুলিয়া নদীতে যাতে কেউ মাছ ধরতে নামতে না পারে সেজন্য নিয়মিত মনিটরিং করা হবে।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner