1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সাতক্ষীরায় আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রতি ২০ হাজার করে টাকা আদায়

সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৫:০১ পিএম সাতক্ষীরায় আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রতি ২০ হাজার করে টাকা আদায়

সাতক্ষীরার তালা উপজেলায় প্রধানমন্ত্রীর দেয়া ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ আশ্রয়ণ প্রকল্প-২ এর ঘর নির্মাণে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিনামূল্যে এসব ঘর দেয়ার কথা থাকলেও ঘর প্রতি ২০-৩০ হাজার টাকা আদায় করেছেন সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এরপর ঘর দিলেও লাখ টাকা বরাদ্দের ঘরে দেয়া হয়েছে ৫০ হাজার টাকার মালামাল। বরাদ্দের টাকাতেও হয়েছে লুটপাট। এসব অভিযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

২০১৭ সালের মে মাসে প্রকল্পটি প্রস্তাবিত হওয়ার পর ২০১৮ সালের মে মাসে অনুমোদন পায়। ২০১৮-১৯ অর্থ বছরের কাজ সম্পন্ন হয়। প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার চারটি ইউনিয়নে বরাদ্দ দেয়া হয় ৭৫২টি ঘর। এর মধ্যে তালা সদর ইউনিয়নে বরাদ্দ দেয়া হয় ২৫৮টি ঘর। এই ২৫৮টি ঘর নির্মাণ প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

তালা সদর ইউনিয়নের মুড়াকলিয়া গ্রামের সকিনা খাতুন বলেন, চেয়ারম্যান আমার কাছে ২০ হাজার টাকা চেয়েছিল, দিতে পারিনি বলে আমাকে ঘর দেয়নি। আমি অসহায় মানুষ।

জাতপুর গ্রামের গফুর ফকির বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তালা সদর ইউনিয়নে ঘর নির্মাণ কাজে চেয়ারম্যান নিজেই ঠিকাদার। আবার ঘর প্রতি ২০ হাজার টাকা উত্তোলন করেছেন। ঘর নির্মাণে কাজ করেছে চেয়ারম্যানের আত্মীয়-স্বজনরা। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন নিয়ে অসহায় মানুষদের ঘর দিয়েছিলেন তা বাস্তবায়ন হয়নি।

এলাকাবাসীর অভিযোগ থেকে জানা গেছে, বরাদ্দের ২৫৮টি ঘর প্রতি ২০ হাজার টাকা করে উত্তোলন করে চেয়ারম্যান লুটে নিয়েছেন ৫১ লাখ ৬০ হাজার টাকা। আর লাখ টাকা বরাদ্দের ২৫৮টি ঘরের ৫০ হাজার টাকার মালামাল দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেছেন। সেখানে লুট করেছেন এক কোটি ২৯ লাখ টাকা। প্রধানমন্ত্রীর এই আশ্রয়ণ প্রকল্পে এক কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা লুটপাট করেছেন তিনি।

চেয়ারম্যানের দুর্নীতি অনিয়মের এসব চিত্র তুলে ধরে তালা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াছিন সরদার বলেন, বরাদ্দ পাওয়ার পরই ইউনিয়ন পরিষদের মেম্বারদের নিয়ে মিটিংয়ে বসেন চেয়ারম্যান সরদার জাকির হোসেন। মেম্বারদের পাঁচটি করে ঘর দেয়া হবে বলে জানান চেয়ারম্যান। প্রত্যেকটি ঘরের জন্য দাবি করা হয় ২০ হাজার টাকা। আমার কাছে ৫টি ঘরের জন্য এক লাখ টাকা দাবি করেন চেয়ারম্যান।

ইউপি সদস্য ইয়াছিন সরদার বলেন, এসব ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি দফতরে লিখিত অভিযোগ করেছে গ্রামবাসী। এছাড়াও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়েও এসব অভিযোগের কথা জানিয়েছেন ভুক্তভোগীরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন বলেন, প্রকল্পে কোনো অনিয়ম হয়নি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর ফ্রি এসেছিল, আমি ফ্রি দিয়েছি। আমি কারও কাছ থেকে কোনো টাকা নেইনি।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে আমার কাছে অভিযোগ এসেছে। তারা তাদের অভিযোগ জানিয়ে গেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।

তিনি বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয় দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার রয়েছেন। কোনো দুর্নীতি অনিয়মই সহ্য করা হবে না।


আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner