মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে একটি লজ্জাবতী বানর (Bengal Slow Loris) উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হোসনাবাদ চা বাগান থেকে বিপন্ন প্রজাতির এ বানরটি উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ভারতীয় সীমান্তবর্তী অঞ্চল হোসনাবাদ চা বাগানের হেলাল মিয়ার কাছ থেকে বানরটি উদ্ধার করা হয়েছে।
খাদ্যের অভাবে এই বানরগুলো আপন এলাকা থেকে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। তখনই মানুষের হাতে ধরা পড়ে। এই বানরটিকে কিছুদিন পর সংরক্ষিত কোনো বনাঞ্চলে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
আগামীনিউজ/তামিম