1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে গুঁড়িয়ে দেয়া হলো সাত ইটভাটা, ৬০ লাখ টাকা জরিমানা

মেীলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২০, ০৯:৫২ পিএম মৌলভীবাজারে গুঁড়িয়ে দেয়া হলো সাত ইটভাটা, ৬০ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারে অবৈধ সাত ইটভাটাকে গুঁড়িয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে তিনটি ইটভাটা মালিককে ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি)  ও গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে এসব ইটভাটাকে গুঁড়িয়ে দেয়া হয়।

পরিবেশ অধিদফতর জানায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাকালুকি হাওরের তীরবর্তী এলাকার ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গুলশান আরা মিলির মালিকানাধীন এমকো ব্রিকস-১ ও এমকো ব্রিকস-২ এবং বাবুল আহমদের মালিকানাধীন বিএবি ব্রিকসকে ২০ লাখ টাকা করে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় ইটভাটাগুলোকে গুঁড়িয়ে দেয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে একই অভিযোগে কাজী খন্দকার ব্রিকস, এমআর ব্রিকস ও খান ব্রিকস গুঁড়িয়ে দেয়া হয়। একই সঙ্গে এসকে ব্রিকসকে নিয়ম না মেনে কাঠ পোড়ানো ও পরিবেশবান্ধব চুলা না থাকায় ২০ লাখ টাকা জরিমানা ও ভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়।

পরিবেশ অধিদফতরের মৌলভীবাজারের সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আগামী নিউজ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner