1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
১১ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

এসএসসি পরীক্ষার্থীকে খুন করে সড়ক দুর্ঘটনার গল্প

আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০, ০৭:১৪ পিএম এসএসসি পরীক্ষার্থীকে খুন করে সড়ক দুর্ঘটনার গল্প

হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাদিনাতুল কোবরা জেরিনের (১৬) লাশ কবর থেকে ১১ দিন পর তোলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আদালতের নির্দেশে ঘটনার ১১ দিন পর দুপুর ১২টার দিকে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে লাশ তোলা হয়।

১৮ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল জেরিন। পরে খবর আসে অটোরিকশা থেকে পড়ে সে গুরুতর আহত হয়েছে। হাসপাতালে এক দিন পর সে মারা যায়। পরিবারো মেনে নিয়েছিল জেরিন সড়ক দুর্ঘটনাতেই মারা গেছে। এভাবে সড়ক দুর্ঘটনার গল্প সাজিয়ে আসল ঘটনা আড়াল করেন আসামিরা। তবে অটোরিকশাটির খোঁজ করতে গিয়ে বেরিয়ে আসে আসল কাহিনি। জেরিনকে অপহরণের চেষ্টা করছিলেন তিন তরুণ। তাদের হাত থেকে রেহাই পেতে চলন্ত অটোরিকশা থেকে ঝাঁপ দিয়েছিল সে। এ ঘটনা ধামাচাপা দিতে ওই তরুণেরা সড়ক দুর্ঘটনার গল্প ফাঁদেন।

জেরিন হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল জেরিনের।

এ ঘটনায় মূল সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া জাকির হোসেন (২৫) ধল গ্রামের বাসিন্দা। সে ২১ জানুয়ারি হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, লাশটি উদ্ধারের পর পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

আগামী নিউজ/এসএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner