1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশ হত্যা ৪ দিন পর মামলা

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪, ০৪:১৯ পিএম ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশ হত্যা ৪ দিন পর মামলা

রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

 

মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুরে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতের স্ত্রী রিতা দে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেছেন।

 

মামলার এহাজার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান রনজিৎ কুমার দে।

 

শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৫টার মধ্যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। শনিবার সকাল ৭টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডটি ক্লুলেস। হত্যাকাণ্ডের সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।হত্যা করে মরদেহ গুম করার পরিকল্পনা ছিল খুনিদের। এটি ঠান্ডা মাথার খুন।তবে হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

 

মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক মো. রাজিবুল ইসলাম বলেন, তদন্ত চলমান।

 

মিঠুন গোস্বামী/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner