1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই: মাশরাফি

জেলা প্রতিনিধি, নড়াইল প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩, ০৪:০৫ পিএম আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই: মাশরাফি

ঢাকাঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়য়ক সম্পাদক ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মুর্তজা বলেছেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই। ৭ জানুয়ারির পরে আপনারা আমার কাছে যা যা চাইবেন, আমি দেওয়ার চেষ্টা করবো।

সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় লোহাগড়া উপজেলার মোল্যার মাঠে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও লোহাগড়া ডক্টরস স্পেশালাইজড হসপিটালের যৌথ উদ্যোগে ম্যাশ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মাশরাফি।

আগামী ৭ জানুয়ারি আপনারা যদি নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন। গতবার যা ছিল তার থেকে কাজের স্পৃহা বেড়ে যাবে। আপনারা কেন্দ্রে যেয়ে আপনাদের মূল্যবান ভোটটি দেবেন। আপনারা যদি মনে করেন মাশরাফীকে ভোট দেওয়ার মতো, তাহলে দেবেন না হলে দেবেন না

উদ্বোধন অনুষ্ঠানে মাশরাফি বলেন, আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি মন থেকে বলছি গত ৫ বছরে আমার কর্মে কোনো গাফিলতি করিনি। আমার সর্বোচ্চটুকু ঢেলে দিয়েছি। করোনার কারণে ২ বছর কাজ করার সুযোগ পাইনি। যতটুক সম্ভব হয়েছে, সাধ্যমতো চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি আপনারা যদি নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন। গতবার যা ছিল তার থেকে কাজের স্পৃহা বেড়ে যাবে। আপনারা কেন্দ্রে যেয়ে আপনাদের মূল্যবান ভোটটি দেবেন। আপনারা যদি মনে করেন মাশরাফীকে ভোট দেওয়ার মতো, তাহলে দেবেন না হলে দেবেন না।

এ সময় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, খুলনা মেডিকেল কলেজ, নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ জন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন। দিনব্যাপী কয়েক হাজার রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হবে বলে জানা গেছে।


এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner