বরগুনাঃ আমতলী মাছ বাজারে সোয়া দুই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় আমতলী মাছ বাজারে এ মাছটি বিক্রি হয়। এটি মৌসুমের সেরা ইলিশ বলে দাবি করেন আড়ৎদার মো. রাসেল মিয়া।
জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরেও বরগুনার আমতলী পায়রা (বুড়িশ্বর) পায়রা নদীতে জাল ফেলে জাহিদ নামের এক জেলে। বিকেলে তার জালে ধরা পরে একটি ইলিশ। মাছটি বিক্রির জন্য বিকেলে উপজেলার আমতলী মাছ বাজারের তালুকদার মৎস্য আড়তে নিয়ে আসেন তিনি।
আড়ৎদার রাসেল ডাকের মাধ্যমে আট হাজার টাকায় ইলিশ মাছটি খুচরা বিক্রেতার কাছ বিক্রি করেন। খুচরা বিক্রেতা মো. মাসুদ গাজী ওই মাছটি কিনে তা ৯ হাজার টাকায় এক ক্রেতার কাছে বিক্রি করেন।
জেলে জাহিদ জানান, ইলিশের ভরা মৌসুম থাকলেও এখনো পায়রা (বুড়িশ্বর) নদীতে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। এরমধ্যে আজকে জালে এত বড় ইলিশ মাছ পেয়ে অনেক খুশি হয়েছি।
আমতলী পাইকারি মাছের আড়ৎদার মো. রাসেল মিয়া জানান, এবছর ইলিশের ভরা মৌসুমে এত বড় সাইজের ইলিশ আর বাজারে আসেনি।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, জেলেরা ইলিশের নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করায় নদী সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য সুখবর। জেলেরা নিষেধাজ্ঞার সুফল পাচ্ছে।
বুইউ